Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভুমি বিষয়ক তথ্য

উপজেলা ভূমি অফিস, দাউদকান্দি, কুমিল্লা এর প্রধান কাজগুলোর মধ্যে-রেকর্ড হাল করণ, খাস জমি ব্যবস্থাপনা, অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা, সায়রাত মহাল সংক্রান্ত, ভূমি উন্নয়ন কর আদায়, সার্টিফিকেট কার্যক্রম পরিচালনা, জরিপ কাজের তদারকি প্রভূতি অন্যতম।

 

 

মৌলিক তথ্যাদিঃ-

    ক) উপজেলার আয়তন                          - ২০১.২৬ বর্গ কিঃ মিঃ।

    খ) পৌরসভার সংখ্যা                            - ১টি।

    গ) ইউনিয়নের সংখ্যা                           - ১৫টি।

    ঘ) ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা            - ১৩টি।

    ঙ) মোট মৌজার সংখ্যা                        - ১৮৬ টি।

    চ) হাট বাজারের সংখ্যা                        - ১৩টি।

 

 

খাস জমি সংক্রান্ত তথ্যাদিঃ-

    ক) মোট খাস জমির পরিমাণ ১৯৪৫.৮৫৮৩ একর।

    খ) বন্দোবস্ত উপযোগী কৃষি খাস জমির পরিমাণ ৩৬.৭৫ একর।

    গ) ২০১২-২০১৩ অর্থ বছরে ৪৮টি ভূমিহীন পরিবারের অনুকূলে ২.১৮ একর ভুমি বন্দোবস্ত প্রদান অনুমোদিত হয়েছে।

 

 

অর্পিত সম্পত্তি সংক্রান্ত তথ্যাদিঃ-

    ক) মোট অর্পিত সম্পত্তির পরিমান            - ২৪৮০.৫৬৬ একর।

    খ) লীজভূক্ত ভূমি (ক' তফসিল)               - ১৯৯.২৩৫০ একর।

    গ) লীজ বহির্ভূত ভূমি (খ' তফসিল)          - ২২৮১.৩৩০০ একর।

উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসা‌রের কার্যালয়, দাউদকান্দি,কুমিল্লা