১৫৬৪ খ্রিস্টাব্দে সোলেমান কররানী বংগদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেন এবং সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করে তাঁর সাথে বন্ধুত্ব স্থাপন করেন। সোলেমান কররাণীর মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র দাউদকাররাণী সম্রাট আকবরের কর্তৃত্ব অস্বীকার করে নিজের সামাংকিত মুদ্রা চালু করেন এবং নিজেকে বংগদেশের শাসনকর্তা ঘোষনা করেন। ১৫৭৬ খ্রিস্টাব্দে জুলাই মাসে সম্রাট আকবরের সাথে এক যুদ্ধে দাউদকাররাণী নিহত হন। কথিত আছে দাউদকাররাণীর নামানুসারেই দাউদকান্দির নামকরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস