উপজেলার পটভূমিঃ ১৫৬৪ খ্রিস্টাব্দে সোলেমান কররানী বংগদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেন এবং সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করে তাঁর সাথে বন্ধুত্ব স্থাপন করেন। সোলেমান কররাণীর মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র দাউদকাররাণী সম্রাট আকবরের কর্তৃত্ব অস্বীকার করে নিজের সামাংকিত মুদ্রা চালু করেন এবং নিজেকে বংগদেশের শাসনকর্তা ঘোষনা করেন। ১৫৭৬ খ্রিস্টাব্দে জুলাই মাসে সম্রাট আকবরের সাথে এক যুদ্ধে দাউদকাররাণী নিহত হন। কথিত আছে দাউদকাররাণীর নামানুসারেই দাউদকান্দির নামকরণ করা হয়।
অন্য এক সমর্থিত সূত্র হতে জানা যায় তদানিমত্মন বৃটিশ পার্লামেন্টের আদেশানুক্রমে ১৭৭৮ খ্রিঃ মিঃজেঃস রেনেল কর্তৃক তৈরী বৃৃটিশ অধূষিত বাংলা ও বিহারের মানচিত্রে ডেভিড স্কাডি নামক স্থানের নির্দেশনা রয়েছে। ইংরেজরা দাউদ নামকেDEVID এবং কান্দিকেSKENDIউল্লেখ করেছেন। এই DEVID SKENDIদাউদকান্দির নামামত্মর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস