উপজেলা নির্বাহী অফিসার এর বার্তা
দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগতম। মাঠ প্রশাসন সরকারের মূল স্তম্ভ এবং উপজেলা প্রশাসন সম্যকভাবে উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করে ও সরকারের মূল পরিকল্পনাসমূহ বাস্তবায়ন ও পরিবীক্ষণ করে থাকে। তৃণমূল পর্যায়ে জনগণের দোঁড়গোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। জনপ্রশাসনকে আরো জনকল্যাণমুখী, গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক করতে ই-গভর্নেন্স এর গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে বর্তমান সরকার প্রতিটি উপজেলার নিজস্ব ওয়েবসাইট সৃষ্টির মাধ্যমে জনসাধারণের নিকট তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা তুলে ধরার প্রয়াস দেখিয়েছে। এ ওয়েবপোর্টালে উপজেলার সংক্ষিপ্ত পরিচিতি, নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন তথ্য পেতে সুবিধা হবে অন্যদিকে প্রশাসনের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
সর্বোপরি এই উদ্যোগ, স্মার্ট দাউদকান্দি গড়ে তোলার মাধ্যমে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।সকলের মঙ্গল হোক।
জনসেবায় প্রশাসন
জনগণের পাশে সর্বক্ষণ।
মুহাম্মদ আরাফাতুল আলম
উপজেলা নির্বাহী অফিসার
দাউদকান্দি, কুমিল্লা।
মোবাইল : ০১৭৩৩-৩৫৪৯৩৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস